Friday, 20 April 2018

একটি গল্প বলি। এক রাজার একটি সুন্দরি মেয়ে ছিল। উজিরের ছেলে একদিন তাকে দেখল। এরপর সে ছেলে তার উজির বাবাকে রাজার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলল। সেই মাফিক উজির বিয়ের প্রস্তাব নিয়ে  রাজার নিকট রউনা হল। পথে রাজার পি.এ(personal assistant) র সাথে দেখা হয়ে গেল। উজির মশাই তখন বিয়ের প্রস্তাবের ব্যাপারখানা তার সাথে পরামর্শ করে নিলেন। কিভাবে রাজাকে বিয়ের প্রস্তাব দেয়া যাই।  পি.এ সাহেব উজিরের সব কথা শুনে তাকে বললেন " শুনুন মহাসয়, ধরে নেন যে রাজা আপনার প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর রাজকুমারির সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিল। কিন্তু বিয়ের পর রাজার পক্ষ থেকে যে উপহার সামগ্রী(অশ্ব, হস্তি,সোনাদানা, হিরা জহরত) দেয়া হবে তা রাখার জন্য আপনার ছেলের কি কোন রকম প্রিপারেশন আছে? মানে আপনাদের সেই রকম কোন জাইগা  বা ঘরবাড়ি?" এখন উজির মহাসয় চিন্তায় পড়ে গেলেন। পি.এ সাহেবের কথায় তো যুক্তি আছে। আমাদেরতো ও রকম কোন প্রিপারেশন নেই। চিন্তা করতে করতে উজির মহাসয় বাড়ী ফিরে গেলেন এবং ছেলেকে সব কথা খুলে বললেন। এবার ছেলেও বুজতে পারল তার অবস্থানের কথা।
এবার আসি আসল কথাই, আমরা সকলেই সফলতা চাই কিন্তু সফল হওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন, যে প্রিপারেশন দরকার তা আমাদের আছে কি? অনেকের উত্তর হবে না। আবার অনেকে বুজতেও পারে না ঠিক কি প্রিপারেশন থাকতে হবে বা কি কি গুণ নিজের মধ্যে থাকতে হবে। কিন্তু তারও সফল হওয়া চাই। আমরা নিজেকে কয়েকটি প্রশ্ন করতে পারি। "আমি সময়ের সঠিক ব্যবহার করছিত নাকি ফেকবুকে (ফেসবুক) রাত দিন পার করছি?  ঘুম থেকে সকালে উঠতে কি কষ্ট হয়? বর্তমান প্রোতিযোগিতা পূর্ণ বিশ্বে টিকে থাকার জন্য স্কিল ডেভেলপ করছি তো? নাকি শুধু হাইহুতাশ করেই দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি?  শুধু হাইহুতাশ করে জিবনে সফল হওয়া যায় না। জোড় প্রস্তুতি নিতে হবে যেন আরাধ্য সফলতা পেতে পারি।

Monday, 19 March 2018

Deteremination

I have the determination to build a career in this sector. I think I have got the confidence

to work hard in this industry because of my weakness for technology.